ছাতকে বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেকা’র সুনামগঞ্জ ইউনিটের সাবেক উপদেষ্টা, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক মরহুম শওকতুল হামান চৌধুরী ও এক্স-ক্যাডেট বেকা’র সুনামগঞ্জ ইউনিটের যুগ্ম সম্পাদক মরহুম লায়েক মিয়া স্মরণে মঙ্গলবার বিকেলে শহরের চিলিস রেষ্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বেকা’র ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাইদকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।
বেকা’র সুনামগঞ্জ জেলা ইউনিটের সভাপতি হুসেন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক এক্স-ক্যাডেট পাবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও স্মরণ সভায় বক্তব্য রাখেন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, অবসরপ্রাপ্ত প্রভাষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসান, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সংবর্ধিত অতিথি রফিকুল ইসলাম সাঈদ, এক্স-ক্যাডেট শাফাতুর রহমান চৌধুরী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এক্স-ক্যাডেট অভি।
এসময় সুনামগঞ্জ জেলা এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তমাল পোদ্দার, সিলেট এন টিভির ব্যুরো প্রধান মারুফ আহমেদ, ছাতক প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, ফটো সাংবাদিক আমীর আলী, ব্যবসায়ী নজমুল হোসেন, এক্স-ক্যাডেট মৃদুল দাস, জিয়াদুল হক পাপ্পু, পাভেল অভি, পান্না আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/পল্লব-১৬