শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'ময়মনসিংহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে' নতুন নেতৃত্ব এসেছে। এতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দিনকে সভাপতি ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) রাতে আঞ্চলিক সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মশিউর ইসলাম, সহ সভাপতি মাহফুজুল আলম রনি, লাবিব মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া মো. জাকারিয়া হোসেন, মোজাহিদুল মুক্তাদির মুয়াজ ও তারিকুল ইসলাম জিম।
এছাড়া কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমেদ সজীব ও প্রচার সম্পাদক শাহজাহান কবির হিরা মনোনীত হয়েছেন।
তাছাড়া ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক তারেক, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান তানজিম, নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, তথ্য প্রযুক্তি সম্পাদক মুক্তার হোসেন ও দপ্তর সম্পাদক আশিকুর রহমান আশিক মনোনীত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত