যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজনিন সুলতানা শিখার অর্থায়নে কুলাউড়ায় ৬০টি দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বুধবার (১২ এপ্রিল) বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।



বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই প্রমুখ। 


কুলাউড়ার বিভিন্ন এলাকার দুস্থ ৩০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী (তেল, পেঁয়াজ, ছোলা, আলু, সেমাই, ডাল) বিতরণ করা হয়। এর পূর্বে পৌর শহরের লস্করপুর এলাকায় আরও ৩০টি দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজমিন সুলতানা শিখা সাপ্তাহিক আমার কুলাউড়ার পরিচালক, লন্ডনস্থ নারী চেতনা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া পৌর শহরের লস্করপুর গ্রামের বাসিন্দা।

সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-০৯