পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জমির উদ্দিন কামরানের উদ্যোগে প্রায় তিন শতাধিক অসহায়, নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও কাউন্সিলরের দেয়া ঈদ উপহার পেয়ে খুশি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি অসহায় পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেন।
কাউন্সিলর জমির উদ্দিন কামরানের সভাপতিত্বে ও কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি এম. হারিছ উদ্দিন এর পরিচালনায় উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবউদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- তরুণ কবি ও কলামিস্ট মাস্টার মিলন কান্তি দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা মাস্টার আজির উদ্দিন,সমাজসেবক আজির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা অলিউল্লাহ, হারিছ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-১৪