সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়।
 


এতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

এদিকে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা সম্প্রদায় ও বিভিন্ন বয়সী লোকজন ভিড় করতে থাকে উপজেলা পরিষদ চত্বরে। নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উদীচী শিল্পীগোষ্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


 

সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১০