সিলাম পশ্চিম পাড়া মহল্লাবাসীদের নিয়ে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল) শুক্রবার পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মসজিদের সাবেক মোতাওয়াল্লী আব্দুল মতিন, আব্দুল কাইয়ুম ও বর্তমান মোতাওয়াল্লী জমাল হোসেন, সাংবাদিক এম. আহমদ আলী, সাদিক আহমদ মেম্বার, সংস্থার অন্যতম উপদেষ্টা মাহবুব আলম ও মুহিবুর রহমান বক্তব্য রাখেন।
বক্তরা বলেন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা এই অঞ্চলে খেলাধুলা সহ আর্ত মানবতার সেবায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে অবদান রাখেন সংস্থার উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রবাসী সিতাব উদ্দিন।
উক্ত ইফতার মাহফিলে মহল্লা বাসীদের নিয়ে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল কাহির, শাহাব উদ্দিন পঙ্খী , সৈয়দ আলী, তখলিছ মিয়া, ওবায়দুর রহমান বাদশা, মিসবাহ উদ্দিন, ফখরুজ্জামান সালেহ, শাহ খাদেমুল ইসলাম ফারুক, এস এম মুজাম্মেল , আবু সাঈদ জুবেরী সাদ, পাবেল রহমান , আলতাফ হোসেন , সাগর আহমদ (সোয়াব আলী) আফজল হোসেন, মাহবুব হাসান রিংকু।
সংস্থার কার্যনিবার্হী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল, আশরাফুল আলম, এ্যাড হাসান আহমদ, রেজোয়ান আহমদ, ফয়সাল আহমদ, আল আমিন বাপ্পু, রুহিন, আল আমিন (২), মখসুদুল ইসলাম জামেল, হায়দার, জুনেদ, ঈসা, মাহী, মুহিব, জামেল, নিয়াজ, শিপন, নিশাত, শাহীদ, বুরহান, জাকারিয়া, সানী, তায়েফ, শোয়াইবুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওায়াত করেন ফাহাদ হাসান ও দোয়া পরিচালনা করেন পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৯