সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছে। দেশ ডিজিটাল হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। পদ্মাসেতু, মেট্রোরেলের সুবিধা আমরা পাচ্ছি, অল্পদিনের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনে উন্নিতকরণ করা হবে। তাই দেশের সামগ্রীক উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের মাঠে কাজ করতে হবে।
 

শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে বেগমপুর বাজারে গরিব, অসহায়, দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিরতণী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 


এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয় চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মোছা, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকন্দর আলী, ইউপি সদস্য শাহ ইসমাইল আলী, আওয়ামী লীগ নেতা শাহ মোস্তফা কামাল, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি সৌয়দ মকিদ, সহ-সভাপতি বদরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ টিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জাবের আহমদ আবির প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১৮