সিলেট মহানগর বিএনপি নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রত্তন কেন্দ্রীয় নেতা, শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দিরাই-শাল্লা আর অবহেলিত থাকবেনা। আধুনিক নাগরিক সেবা গ্রামের মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হবে। গনতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি মাঠে আছে। মাহে রমজানের শিক্ষায় সারা বছর যেন আমরা কোরআন হাদিসের আলোকে চলতে পারি।
 

শনিবার রাতে দিরাই সোলজার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউ কের দিরাই থানা ডেভেলপমেন্ট অগ্রেনাইজেশনের যুগ্ম সম্পাদক  ফায়সাল আহমদ লন্ডন চলে যাওয়ার প্রাক্ষালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে দেয়া বিদায় সম্বর্ধনায় তিনি একথা বলেন।
 


এ সময় তিনি প্রবাসে থেকে ও নিজ এলাকার মানুষকে তার সহায়তা ও কল্যানমূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় ফায়সালের প্রসংশা করেন।
 

এসময় আরো উপস্হিত ছিলেন- জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রসা ও এতিমখানার মুহতমিম মুফতি তহুরুল ইসলাম কাসেমী, দৈনিক সিলেটের ডাকের দিরাই প্রতিনিধি মুজাহিদ ইসলাম সর্দার, দিরাই সোলজার ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, নাছির সর্দার, সুহেল মিয়া, আলিনুর মিয়া প্রমূখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২