সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্টে ক্লিন সিটি এর উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ৪ টেখায় ইফতার ইভেন্টের তৃতীয় বারের মতো প্রায় ৩ শতাধিক পথচারী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এছাড়াও তিনটি মাদ্রাসা ও এতিমখানায় দেড় শতাধিক প্যাকেট বিতরণ করা হয়েছে।
বিগত তিন বছর ধরে রমজান মাসে ৪ টেখায় ইফতার বিতরণ করে আসছে ক্লিন সিটি সামাজিক এই সংগঠন।
ক্লিন সিটির সভাপতি নাজিব আহমেদের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ। বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত মুক্তা, ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলিম জুয়েল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার দাস।
এছাড়াও ক্লাবের সদস্য রুহুল আমিন রুহেল, প্রদীপ মালাকার, তারেক রহমান, ইসতিয়াক হোসেন, রাসেল আহমদ, আহনাফ আহমেদ নাহিন, ওয়েছ চৌধুরী, মো. রাসেল আহমদ, আলমগীর নয়ন, নোমান আহমদ, মিনহাজ মাহাদী, শাহীন আহমদ, আবদুস শহীদ সাদেক, নাদিম আহমদ, নিজাম আহমদ, সাবের আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এইবারের রমজানে আমাদের শেষ ইফতার বিতরণ। তবে ৪ টাকা করে যে সংগ্রহ করা হয়েছে তা দিয়ে আমরা সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার বিতরণ করবো। সমাজের বিত্তশালী ও সামর্থ্যবানরা আমাদের পাশে থাকলে আরো বেশি অসহায় মানুষের পাশে দাড়াঁতে পারবো।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৭