সিলেটের কোম্পানীগঞ্জে আজিজুল রহমান (তুতা মিয়া) ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) পুরান বালুচর নেওয়ারুন নেছা তাহফিযুল কোরআন মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন শাহ পরান মাদ্রাসার মুহতামিম মুফতী মাওলানা মুসা।


ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আল আজিজিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী বাহার আহমেদ রুহেল, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মুহিবুর রহমান, হাজী খোয়াজ আলী, হাজী আব্দুল গফুর, মুরব্বি তোফাজ্জল ইসলাম, আমিরু ইসলাম, আব্দুল জব্বার, লাল মিয়া, আব্দুর রউফ, নেওয়ারুন নেছা তাহফিযুল কোরআন মাদ্রাসায় মুহতামিম হাফিজ জহিরুল ইসলাম, আল আজিজিয়া জামে মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী, সুলেমান মিয়া, সাংবাদিক মঈন উদ্দিন মিলন, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুবদল নেতা জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/পল্লব-১৩