সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
 

সোমবার (১৭ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ১৫'শত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এ সময় আরো ৭শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 


এর আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল এবং ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

পরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
 

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
 

সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ সভাপতি জয়নাল আবেদিন, সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অখিল বিশ্বাস, ইয়াকুব আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৪