সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়েছেন ঈদ উদযাপন করার জন্য। অনাহারে না থাকেন সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের কন্যা শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে অসহায়ের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজ মধ্য আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। একমাত্র সম্ভব্য হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেত্বতের জন্য।
তিনি আগামীতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে নৌকা প্রতিকে বিজয়ী করার আহবান।
এমপি হাবিব সোমবার (১৭ এপ্রিল) দিনব্যাপি আসন্ন পবিত্র ঈদুলফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় বিনামূল্যে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার, মোল্লারগাঁও, তেতলী, মোগলাবাজার, লালাবাজার ৫ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাউল বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে এমপি হাবিব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্দি সরকার, সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সুজন উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, সদস্য লায়েক আহমদ জিকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী (চন্দন) লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক, মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান, প্যানেল চেয়ারম্যান লিটন আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, তেতলী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ রানা, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
উপস্থিত ছিলেন কামালবাজার ইউপি সদস্য, রিয়াজ উদ্দিন, আতিকুল হক, আমিনুল ইসলাম সারং, ইউসুফ আলী, মোল্লারগাও ইউপি সদস্য জাকির হোসেন, তেতলী ইউপি সদস্য রাজা মিয়া, আক্তার হোসেন, মোগলাবাজার ইউপি সদস্য আইয়ুব হোসেন, রুহুলআমীন, তেতলী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ আহমদ, জেলা তাঁতীলীগ নেতা শাহীন আহমদ, ছাত্রলীগনেতা ফুয়াদ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০