সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (প্যানাল চেয়ারম্যান) মাহফুজুল হক আকলু’র উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট-২আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মোকাব্বির খান।
উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, হারুন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলি উল্লাহ বদরুল, উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী।
তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় ইউপি সদস্য (প্যানাল চেয়ারম্যান) মাহফুজুল হক আকলুকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, রমজানের যে বৈশিষ্ট রমজান মাস ধনী-গরীব সবাইকে এক কাতারে নিয়ে আসে। এখানে ধনী-গরীব কোনো ভেদাভেদ নেই। রমজান মাস আমাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দেয় যে ধনী মানুষের উপর গরীবে একটা বিশেষ হক আছে। এই মাসে ধনী ব্যাক্তিরা গরীবের প্রতি সদয় থাকেন। গরীবের পাওনা অধিকারে যে দায়িত্ব পালন করে যান এটা যদি সারা বৎসর পালন করা যায় তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে তার প্রতিদান পাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, কৃষকলীগের সহ-সভাপতি মানিক মিয়া, যুবলীগ নেতা যুবলীগ নেতা সারদুল মিয়া, কিবরিয়া মিয়া, ইউপি সদস্য বদরুল আলম লেবু, আব্দুল ছালিক, হুসনা খাতুন, জেছমিন আক্তার, আবিদা বেগম, সাবেক ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জোবায়ের আমিন, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, উজ্জল আহমদ, উমরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/পল্লব-১৩