পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথিতযশা সঙ্গীত শিল্পী সুবর্ণা রহমানের  দু'টি গানের ভিডিও অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে।

কতটুকু সময়- শিরোনামের প্রকাশিতব্য গানের কথা লিখেছেন সুলতানা নুরজাহান রোজী, সুর ও মিউজিক কম্পোজিশনে - সজীব দাশ, মিউজিক ভিডিও নির্মাণে- ইয়ামিন ইলান।


তোমার মনের খোলা ছাদে- শিরোনামের প্রকাশিতব্য গানের কথা লিখেছেন - শ্বাশত টিটো, সুরারোপ করেছেন - প্রকাশ চন্দ্র শীল, মিউজিক কম্পোজিশনে - অসীম চন্দ বাপ্পী এবং এটিরও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন- ইয়ামিন ইলান।

শিল্পী সুবর্ণা রহমান ইতোপুর্বে ভারতের লিজেন্ড সঙ্গীত শিল্পী হৈমন্তি শুক্লা, শ্রীকান্ত আচার্য এবং রূপঙ্কর বাগচী'র মত আকাশচুম্বী খ্যাতনামা শিল্পীবৃন্দের সাথে একই মঞ্চে একই সাথে সঙ্গীত পরিবেশন করে অনেক সুনাম ও প্রশংসা অর্জন করেছেন।

শিল্পী সুবর্ণা রহমান'র বেশ কিছু গানের ভিডিও অ্যালবাম অতীতে যেমন দর্শক-শ্রোতার মনে মুগ্ধতা ছড়িয়েছে ঠিক তেমনি এবারের প্রকাশিতব্য দু'টি ভিডিও অ্যালবামও শ্রোতাবৃন্দের মন জয় করবে এবং প্রশংসা কুড়াবে বলে তার দৃঢ় বিশ্বাস।


সিলেটভিউ২৪ডটকম/পিডি