গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান ইতালির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর আড়াইটায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সুহিল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুর রউফ, বেলাল আহমদ, সাংবাদিক শান্ত দাস, ব্যবসায়ী মারুফ আহমদ, আকমাম চৌধুরী পাখি, ছাত্রলীগ নেতা সাইবুল আহমদ সজল।
অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
ইতালি প্রবাসীদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, মিলান, ইতালী সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ জাকারিয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সভাপতি হিসেবে রয়েছেন ময়েজুর রহমান ময়েজ ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আজমল হোসেন।
গোলাপগঞ্জের গরিব দু:খী অসহায়দের সাহায্য সহযোগিতা করার জন্য সংগঠনটির যাত্রা শুরু হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০