সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামে কামালপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গ্রামের দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে প্রায় একশত মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

ঈদ-উল-ফিতর উপলক্ষে বিতরণকৃত এই অর্থের পরিমাণ ছিল প্রায় দেড় লক্ষ।


নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে কামালপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক, শিক্ষানুরাগী বাবরুল হোসেন বাবুল সভাপতিত্ব করেন।

অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মাওলানা আব্দুল ওয়াদুদ, ব্যাংকার তাজ উদ্দিন, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক আব্দুস শহীদ, ব্যবসায়ী ইব্রাহিম আলী, তাজিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কামালপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গঠনের শুরু থেকেই গ্রামের আর্তমানবতার কল্যাণে কাজ করে চলেছে। প্রতি বছর এই ট্রাস্টের উদ্যোগে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এই ট্রাস্ট ভবিষ্যতেও সহযোগিতামূলক ও উন্নয়নমূলক পদক্ষেপ অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে