সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আত্মশুদ্ধির মাস রমজান বিদায় নিয়ে মুসলিম উম্মাহের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নিত্যপণ্যের উর্ধ্বগিত, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক দামবৃদ্ধির কারণে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা থমকে আছে। আর সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীর দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্থ। যে কোন দুর্যোগে বিএনপি অসহায় মানুষের পাশে ছিল। এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ফুডপ্যাক সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি শুয়াইব আহমদ শুয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহর যুবদলের সাবেক সহ-সভাপতি বেলায়েত আহমদ বাবলা, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, কয়েস আহমদ, জামিল আহমদ, মতিউর রহমান আফজল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহীন আহমদ, জাহেদুর রহমান, সেলিম আহমদ, সোয়েব আহমদ ও বিএনপি নেতা ইফতেখার আহমদ পাবেল প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩