সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ চোরাচালানের বিশেষ অভিযান পরিচালনাকালে আমদানি নিষিদ্ধ ৮৯ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় মদ বহনকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার ( ২১ এপ্রিল) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে ভোলাগঞ্জ-সিলেট হাইওয়ে রাস্তার উপর যানবাহন তল্লাশীর মাধ্যমে মাদক মাদকবহনকারী সিএনজিচালিত অটোরিকশা তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জাউয়া পূর্বপাড়ার মো. ফরাজুল হকের ছেলে মো. মোফাজ্জল মিয়া (২০) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার কইতর রাউলী এলাকার সিরাজ আলী @ শিরু মিয়ার ছেলে আলাউর রহমান (২২)।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭