প্রতি বছরের ন্যায় এবারও সিলাম পশ্চিমপাড়া উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সিলাম পশ্চিমপাড়া এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি শাহ মন্জুরুল ইসলাম জুয়েলের পরিচালনায় সভার কার্যক্রম অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- সিলাম পশ্চিম পাড়ার আব্দুল কাইয়ুম মাস্টার, ডা. শাহ মুজাহিদ আলী, শাহাব উদ্দীন পঙ্কি।
উপস্থিত ছিলেন- সংস্থার সিনিয়র সভাপতি এডভোকেট হাসান আহমেদ, সহ সভাপতি আশরাফুল আলম মাছুম, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, যুগ্ম সম্পাদক আল-আমিন (বাপ্পু), সমাজ কল্যান সম্পাদক রেজওয়ান হুসেন, মশিউর রহমান ইসা, রুহিন আহমদ, মুহিবুর রহমান, হায়দার হোসেন, জামেল, জুনেদ, বাছিত প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন সিলাম পশ্চিম পাড়া ইমাম ও খতিব হাফিজ মওলানা নজরুল ইসলাম।
প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮