দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)' এর উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে হবিগঞ্জের টাউন হল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন আঞ্চলিক সংগঠনটির সদস্যরা।
 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

এসময় তিনি বলেন, 'ঊষা আমার আরেকটি অস্তিত্ব। এখানের সবাইকে আমি সন্তানের মতো স্নেহ করি বলে সর্বদা ছুটে আসি। প্রিয় নবীনেরা তোমরা জানো, হবিগঞ্জে শিক্ষা বিস্তারের জন্য একটি মেডিকেল কলেজ ও কৃষি ভার্সিটি করে দিছি এই ছোট জেলায়।'
 

তিনি বলেন, 'এই সংগঠনের প্রতিটি শিক্ষার্থীর যেকোন প্রয়োজনে আমাকে পাবে। আমি ঊষা পরিবারের সার্বিক উন্নতি কামনা করি এবং এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি।'
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ সাগর, সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা (মিহন), সংগঠনটির উপদেষ্টা ও এডভোকেট শাহ্ ফখরুজ্জামান প্রমুখ।
 

এসময় সংগঠনটির সভাপতি সুকেশ দেবনাথের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঊষার সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান, মোশতাক শাকিল, পারভেজ আহমেদসহ ঊষার সিনিয়র নেতৃবৃন্দ।


 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৮