সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল চারটায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
 


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, হাবিবুর রহমান হাবিব এমপি, মহানগরের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ।
 

এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

মতবিনিময় সভাশেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৩