পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রোটারিয়ান মো. ফেরদৌস আলম।
সিলেটের ঐতিহ্যবাহী স্টুডেন্ট কনসাল্টেন্সি ফার্ম অর্কিড এসোসিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মো. ফেরদৌস আলম এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে৷ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।
ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকার কামনা করেন রোটারিয়ান মো. ফেরদৌস আলম ।
সিলেটসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
ফেরদৌস আলম জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের সাবেক প্রেসিডেন্ট। তিনি ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্টস এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট জোন-এর প্রেসিডেন্ট।
এছাড়াও তিনি সিলেট ডায়াবেটিক এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের জীবন সদস্য। এসবের পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত তিনি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৭