মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গরুসহ এক কৃষক মারা গেছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
তিলকপুর গ্রামের বাসিন্দা জেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সোম শব্দকর (৪২) বাড়ির পাশে গরু যাওয়ার পর হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে সাথে থাকা গরুটি মারা গেছে। পরে স্থানীয় তাকে দ্রæত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসকের পক্ষ নগদ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত নগদ ২০ হাজার টাকা নিহতের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০২