সম্প্রতি বিশ্বের স্বর্ণ মজুদের হিসাব প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তাদের দেওয়া হিসেবে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ মজুদের পরিমাণ ১৪.০৩ টন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে স্বর্ণ মজুদে বাংলাদেশের অবস্থান ৬৬তম।
সংস্থাটির তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ মজুদকারী দেশের নাম যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮১৩৩ দশমিক ৫০ টন স্বর্ণ মজুদ রয়েছে।


জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির স্বর্ণ মজুদের পরিমাণ ৩ হাজার ৩৫৫ টন। ইতালি দেশটির রয়েছে প্রায় ২ হাজার ৪৫২ টন সোনা। এর পরের অবস্থানে যথাক্রমে আছে রাশিয়া, চীন ও সুইজারল্যান্ড।

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে এক যুগ আগে ১০ টন স্বর্ণ সংগ্রহ করেছিল।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ

 


সূত্র : ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল