সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়ি পেয়ে দিনের বেলা চোরেরা ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
 

রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।
 


বাড়ির গৃহকর্তা মো. কাওসার মিয়া জানান, ঈদের বেড়ানোর জন্য রবিবার দুপুর ১২টার দিকে ঘর তালা দিয়ে পরিবারের সবাই বের হয়ে যান। বিকেল ৫টার দিকে ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র তছনছ করা।

কাওসার মিয়া জানান, চোরেরা ঘরে রক্ষিত ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। চুরির ঘটনাটি তিনি দক্ষিণ সুরমা থানাকে অবগত করলে থানার এসআই শাহীন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


 


সিলেটভিউ২৪ডটকম/ টুনু/এসডি-১২