বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ও দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
সোমবার (২৪ এপ্রিল) এক বার্তায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “দীর্ঘ কর্মময় ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে বাংলাদেশের শিক্ষা ও অর্থনৈতিক চলমান উন্নয়ন কার্যক্রমে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অনবদ্য প্রত্যয়ে নতুন মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনায় আগামীতে বাংলাদেশ আরও সফলতা অর্জন করবে।”
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬