সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত যুবক জকিগঞ্জ থানার পশ্চিম লোহার মহল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৫)।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) বিশ্বজিৎ দেব এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, এএসআই (নিঃ) মজিবুর রহমান, কনস্টেবল আমিনুল ইসলাম, কনস্টেবল রুবেল আলম, কনস্টেবল জাহির হোসেন ও ড্রাই: কনস্টেবল জাহাঙ্গীর আলম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
সিলেটভিউ২৪ডটকম/পল্লব