সিলেটের বিশ্বনাথে চলাচলের রাস্তায় জোরপূর্বক প্রবাসী পরিবার গেইট নির্মাণ করায় অপর প্রবাসী পরিবারসহ ১০টি পরিবারের প্রায় শতাধিক লোকজন এখন ঘরবন্দি অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ অভিযোগ এনে বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের পক্ষে উপজেলার মৌলভীরগাও গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মো. জামাল আহমদ।
তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন একই গ্রামের মৃত জয়ফর আলীর ছেলে ছাব্বির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ভূক্তভোগী সাইফুল ইসলাম ও গ্রামের মুরব্বী সিরাজ আলী।
লিখিত বক্তব্যে তারা জানান, মৌলভীরগাও গ্রামের ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ জামাল আহমদ গং ও একই বাড়ির মৃত ছিদ্দেক আলীর ছেলে প্রবাসী কয়ছর মিয়া, এবং মফিজ আলীর ছেলে প্রবাসী মবুর মিয়া গংরা চলাফেরা করে আসছেন। সম্প্রতি কয়ছর মিয়া ও মবুর মিয়া রাস্তায় গেইট নির্মাণ করে চলাচলের বাধা সৃষ্টি করেন। এই রাস্তা দিয়ে চলাচলে জামাল আহমদ গংদের নিষেধ দেয়। প্রতিনিয়ত গালিগালাজ ও হুমকি ধামকি দিয়ে ওই পরিবারগুলোকে ঘরবন্দি করে রেখেছেন। এ নিয়ে সম্প্রতি বিচার শালিস করলেও তা মানেন নি কয়ছর মিয়া ও মবুর মিয়া পক্ষ। পরে বিশ্বনাথ থানা পুলিশ এ দ্বন্দ্ব নিরসনে আপোষের জন্য রাস্তা দিয়ে উভয়ই চলাফেরা করতে পারবেন আর গেইট নির্মাণ করা হলে কারো নাম দেয়া যাবে না শর্ত স্বাপেক্ষে স্মরণলিপি করে। কিন্তু থানা পুলিশের এই স্মরণলিপি উপেক্ষা করে গেইটে নিজেদের নামের সাইনবোর্ড স্থাপন করেন কয়ছর মিয়া ও মবুর মিয়া পক্ষ। এমন কি জামাল আহমদ পক্ষের মালিকাধীন ক্ষেতের ধান জোরপূর্বক কেটে নিয়ে যায় কয়ছর মিয়া ও মবুর মিয়া পক্ষ। এ বিষয় নিয়ে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, কয়ছর মিয়া ও মবুর মিয়া একে আপরের চাচাতো ভাই। তারা ও তাদের ভাই-ভাতিজারা সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তাদের নামে চাঁদাবাজী, সন্ত্রাসী, চুরি, ডাকাতিসহ প্রায় ৮টি মামলা রয়েছে। এমনকি মবুর মিয়ার ভাইয়ের একটি মামলায় কয়ছর মিয়া ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। এখন জেল কেটে এসে এলাকায় প্রভাব বিস্তারে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছেন। কয়ছর মিয়া ও মবুর মিয়া গংদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ আতংকে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা ওই রাস্তা চলাচলের জন্য উম্মূক্ত করার দাবি জানিয়ে কয়ছর মিয়া ও মবুর মিয়া গংদের সন্ত্রাসী কার্যকলাপের সঠিক বিচার চান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬