হবিগঞ্জের বানিয়াচংয়ে কবি-সাহিত্যিকদের নিয়ে চা-চক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে শিক্ষক, কবি ও লেখক হাফিজুর রহমান চৌধুরীর আদমখানির বাড়িতে এ চা-চক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক, কবি, লেখক ও প্রাবন্ধিক সাহাব উদ্দিনের পরিচালনায় এবং বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি, লোক-গবেষক, কবি ও লেখক আবু সালেহ আহমেদ।
সাহিত্য আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আইডিয়েল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।
এছাড়া সাহিত্য আড্ডায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তরঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, মিরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি ও লেখক সুরুজ মিয়া, কবি, লেখক ও প্রভাষক এনামুল হক, গীতিকার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী একে আজাদ, সাংবাদিক ও সমাজকর্মী সৈয়দ সোহেল রানা, কবি এমআর ঠাকুর, শিক্ষক ও সাংবাদিক সাব্বির চৌধুরী সোহাগ, ব্যবসায়ী ও সমাজকর্মী বাবলু হোসেন খান, সাহানা আক্তার খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকওয়া চৌধুরী রাখি, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী শারমিন চৌধুরী আঁখি, বানিয়াচং আইডিয়েল কলেজের শিক্ষার্থী বিশাল চন্দ্র দাশ, সঙ্গীত শিল্পী হাবিবুল বাশার মাহির, বায়েজিদ মোবারক মইন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বানিয়াচংয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান পরিবেশনের পাশাপাশি ছড়া ও কবিতা আবৃত্তি করেন।
সাহিত্য আড্ডায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং। এ গ্রামে যেমন অগণিত জ্ঞানী গুণিজনের জন্ম হয়েছে তেমনি এ অঞ্চলটি ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও কৃষ্টি-সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ। তাছাড়া বানিয়াচংয়ের সাহিত্য ও ইতিহাস-ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক সাব্বির চৌধুরী সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-২১