সুনামগঞ্জের ছাতকে সোনালী বাংলাবাজার সংলগ্ন মাকুন্দা নদীর পাড়ের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মানে ব্যস্ত স্থানীয় একটি মহল।
 

জানা যায়, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মান সহ সরকারি জমি বিক্রির জমজমাট ব্যবসায় লিপ্ত রয়েছে এ চক্রটি। সরকারি জমি ক্র‍য় করে আরেকটি মহল ক'টি স্থায়ী দোকান কোটা নির্মাণের কাজ শুরু করেছে। সরকারি জমি দখলের খবর পেয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে দোকানকোটা নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
 


নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছেন, মাকুন্দা খালের তীরবর্তী সরকারি জমি ক্রয়-বিক্রয় চলছে অনেক আগে থেকেই। সম্প্রতি এসব সরকারি জমিতে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সরকারি জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ কাজের খবরে ভূমি অফিসের কর্মকর্তারা জমি পরিমাপ করে জমিতে লাল পতাকা টানিয়ে সরকারি জমি চিহ্নিত করা হয়। এরপরও সরকারি জমিতে দোকান ও মার্কেট নির্মাণ কাজ চলছে। বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীলরা সরকারি এসব জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
 

সোমবার (২৫এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজার পরিচালনা কমিটির নেতৃত্বে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করে যাচ্ছে একটি মহল। নির্মাণাধীন মার্কেটের পশ্চিম দিকে সরকারি জমিতে একটি টংগী দোকান নির্মাণ করে ব্যবসা করছেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে টংগী দোকান নিয়ে সরে যেতে বলেছেন বাজার কমিটির লোকজন। তাকে সরিয়ে পশ্চিম দিকের আরো কিছু সরকারি জমি দখল করে বিক্রির প্রক্রিয়া চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের ক'জন ব্যবসায়ী জানিয়েছেন।
 

বাজার সংলগ্ন সরকারি জমি বিক্রির বিষয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।
 

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হিরন মিয়া এ ব্যাপারে জানান, বাজার পরিচালনা কমিটি ও বাজার মসজিদের উন্নয়নের স্বার্থে কিছু জমি বিক্রি করেছেন তারা।
 

জমিতে সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন সরকারি নিষেধাজ্ঞার বিষয় তার জানা নেই।
 

এ ব্যাপারে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন জানান, বিষয়টি জেনেছি। সরকারি জমিতে স্থাপনা নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরপর ও যদি কেউ স্থাপনা নির্মাণ করতে যায় তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


 


সিলেটভিউ২৪ডটকম/পল্লব-২০