সিলেটে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও চাহিদা নিরূপণ এবং ডিজিটাল প্লাটফর্ম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার সকালে সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টারে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর আয়োজমে ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
 


এসময় আরও বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহকারীবৃন্দ।
 

এতে, দূর্যোগের ক্ষয়ক্ষতি ও চাহিদা নিরূপণ এবং ডিজিটাল প্লাটফর্ম বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে দিক নির্দেশনা ও করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।
 

অনুষ্ঠান সঞ্চালনা করেন- রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের হেলথ সুপারভাইজার এবিএম মোয়াজ্জেম হোসেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২