সিলেটে পুলিশের দল দেখে সিএনজিচালিত অটোরিকশা ফেলে দৌঁড়ে পালিয়ে গেলেন এক মাদক কারবারি ও গাড়িচালক। এসময় অটোরিকশা ও এতে থাকা ২২টি বিদেশি মদের বোতল জব্দ করে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় মহানগরের এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস পয়েন্টে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান- এয়ারপোর্ট থানার একদল পুলিশ বুধবার দুপুরে বড়শালা বাইপাস রোডে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি অটোরিকশাকে থামার জন্য সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সেটি রেখে চালক ও অজ্ঞাত ১মাদক কারবারি (যাত্রী) দৌঁড়ে পালিয়ে যান। পরে এ গাড়ি থেকে বিদেশি মদের ২২টি বোতল জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডালিম/পল্লব