(প্রতীকি ছবি)

পূর্ব শত্রুতার জের ধরে সিলেট মহানগরের বাগবাড়িতে বাসায় ঢুকে যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক কিশোর ও নারীর বিরুদ্ধে। 

বুধবার (২৬ এপ্রিল) বিকালে বাগবা‌ড়ি এলাকার বর্নমালা প‌য়ে‌ন্টের এমদা‌দ হোসেনের ২৯১/৫ নাম্বার বাসায় এ ঘটনা ঘটে। 


ছুরিকাঘাতে আহত মো. না‌ছির‌ মিয়া (২৪) ওই বাসার মোসা‌ব্বির আলীর ছেলে। ঘটনার পর নাছিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছুরিকাঘাতকারীরা হলেন জালালাবাদ থানাধীন নয়াবাজা‌র এলাকার হিরু মিয়ার ছেলে মুন্না মিয়া (১৮) ও সাজনা বেগম নামের এক নারী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দুইদিন আগে না‌ছিরের বাসায় রাখা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে টাকা চুরির ঘটনা থেকে তাঁর সঙ্গে মুন্না ও সাজনার বাক-বিতন্ডা হয়। সেই ঘটনার জের ধরে বুধবারের হামলার ঘটনা ঘটে।


সিলেটভিউ২৪ডটকম / নুরুল / ডালিম