সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন বিতরণ শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে মনোনয়ন বিতরণ শুরু হলেও প্রথম দিনে কেউ মনোনয়ন কিনেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন জানান, সকাল দশটা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় ছিল। প্রথম দিন কেউ মনোনয়ন কিনেননি। তবে অনেকেই এসেছেন যাচাই বাছাই করতে।
সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ/ নাজাত