নানার বাড়িতে বেড়াইতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায় শিশুদের নানার বাড়িতে বেড়াতে আসেন দক্ষিন সুরমা সুনামপুরের সুহেল মিয়া। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উঠানে খেলার সময় সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু দুটি। বাড়ির লোকজন শিশু দুটিকে দেখতে না পাওয়ায় খোঁজাখোঁজি শুরু হয়। এ সময় তাদের আত্মীয়-স্বজনরা শিশু দুটিকে পানিতে মৃত ভাসমান অবস্থায় দেখিতে পান। পরে বাড়ির লোকজন পুকুর থেকে মৃতদেহ দুইটিকে উদ্ধার করে।
নিহত শিশু দুটি সিলেটের দক্ষিন সুরমা সুনামপুর এলাকার সুহেল মিয়ার মেয়ে তাসকিয়া বেগম (৫) ও দক্ষিন সুরমা রাখালগঞ্জ এলাকার সুমি বেগমের মেয়ে ফাইজা বেগম (৬)।
এ ঘটনাটি গোলাপগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫