ফাইল ছবি

সিলেটের মোগলাবাজার থানার সাম‌নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক নারী।

 


শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মোগলাবাজার থানাধীন দ‌ক্ষিণ নইখাই এলাকার ফা‌তেমা বেগম (৭৫) স্বামী আব্দুল্লাহ‌কে রাস্তা পার করে দেওয়ার সময় দ্রুতগামী এক‌টি মোটর সাইকেল ধাক্কা মারা। এতে স্ত্রী ফা‌তেমা বেগম গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন আহত  ফা‌তেমা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক জন্য নিয়ে যায়। তিনি হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের ২৯ নং ওয়া‌র্ডে ভ‌র্তি আছেন।


জানা যায়, মোটর সাই‌কেল মোগলাবাজার থানায় আটক রাখা হ‌য়ে‌ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নুরুল/পল্লব