সিলেটের কোম্পানীগঞ্জ হতে সাজাপ্রাপ্ত আসামী কালা মিয়া (৪২) কে পাড়ুয়া এলাকা থেকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানা থেকে এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কোম্পানীগঞ্জ থানার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে কালা মিয়া (৪২)। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ ১১টি  মামলা রয়েছে। 


কোম্পানিগঞ্জ থানার এএসআই মাহফুজুর রহমান নেতৃত্বে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে পাড়ুয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।


আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক।

তিনি আরো জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সংঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/পল্লব