সিলেটের জালালাবাদ থানার গোপাল মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হাসান আহদ (৭) নামের এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় জালালাবাদ থানার গোপাল মসজিদের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
আহত হাসান জালালাবাদ থানার গোপাল এলাকার সুমন মিয়ার ছেলে।
আহতের পিতা সুমন মিয়া জানান, মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নোহা গাড়ি এসে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন রাস্তার পাশে থাকা স্থানীয় লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
সে এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিচ তলায় ২৯ নাম্বর ওয়ার্ডে ভর্তি আছে।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/পল্লব