আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী ওসমানীনগরে গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন এবং গোয়ালাবাজার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি সিলেট-২ আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।


উপজেলাবাসী বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরীর পরিকল্পনার সাথে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানান। এ সময় সাধারণ মানুষের বিপুল সাড়া দেখে আবেগাপ্লুত হয়ে ডা. অরূপ রতন চৌধুরী বলেন, আমি এ মাটিরই সন্তান।

প্রতিনিয়ত জন্মভূমি নিয়ে নানা স্বপ্ন বুনছি। যদি সুযোগ হয়, তবে এলাকার সাধারণ মানুষের সেবায় নিজের সর্ব্বোচ্চ ব্যয় করবো।

গণসংযোগকালে সর্বস্তরের মানুষ তাকে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। তারা সিলেট-২ আসনে একজন যোগ্য ও দক্ষ জনপ্রতিনিধি নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মানস-এর প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান কিরন, এডভোকেট কল্যান চৌধরী, সমাজসেবক সমর কুমার দাস, মানস ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপুল দেব প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০২