কৃষকদের অনুপ্রেরণা দিতে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে কৃষকদের সঙ্গে বোরো ধান কেটেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। 

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ও বালাগঞ্জের সদর ইউনিয়নে এ ধান কাটেন তিনি। 


এসময় এমপি হাবিব বলেন- দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার , দক্ষিণ সুরমা উপজেলা এসিলেন্ড মাখন চন্দ্র দাস , বালাগঞ্জ উপজেলা এসিলেন্ড সোমাইয়া ফেরদৌস , দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার  রাজিব হোসেন ,বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আশিকুর রহমান , সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জায়েদ আলী , বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব , রাসেল আহমদ জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী , সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ , কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর