দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবি সংগঠন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চকবাজার উচ্চ বিদ্যালয় মাঠে নজরুল ইসলাম তারেকের সভাপতিত্বে এবং আজাদ হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক।
ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা পরিষদের সিএ চকবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, আব্দুল খালেক মাস্টার, আব্দুল্লাহ আল মামুন মাস্টার, ডা. এ আর খোকন, ডেন্টিস্ট এনামুল হক, ডা. গোপাল চন্দ্র মজুমদার, ডা. জাকির হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য গোলাম হোসেন, দোয়ারাবাজার শাখার সভাপতি বিল্লাল হোসেন, সমন্বয়কারী নূর মোহাম্মদ, ব্যবসায়ী আব্দুল মালেক, ছিদ্দিকুর রহমান, নবজাগরণ সংগঠনের প্রতিনিধি দলসহ এলাকার মুরব্বিয়ানে কেরাম।
বক্তারা বলেন, মফস্বল অঞ্চলে এ ধরণের মানবিক উদ্যোগ মানু্ষের মাঝে অনুপ্রেরণা জোগাবে। রক্তের প্রয়োজনীয়তা কতটুকু, বিপদকালীন সময়েই তা বোঝা যায়। এ ধরনের ফ্রি ক্যাম্পেইনের জন্য সংগঠনটির ভূয়সী প্রশংসা করে এসব মানবিক কাজে আরো এগিয়ে আসতে আহ্বান জানান তারা।
দিনবাপী বিনামূল্যে এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড গ্রুপিং নির্ণয় করেন ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছাসেবক মোহাম্মদ আব্দুল জলিল ডিএমএফ, হেলাল আহমেদ ডিএমএফ, শাহনাজ পারভীন রত্না, পারভীন বেগম, অধীন কুমার দাস, রাজিব দাস, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবীর সোহাগ, মিজানুর রহমান রুহেল, বসুরাম দাস, আলমগীর, শামীম, রুবেল আহমদ সবুজ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৯