সুনামগঞ্জের দিরাই পৌর সদরের দোওজ এলাকায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
 

রবিবার বিকেল ৫টায় স্থানীয় শাওন নাগ ও সুমন নাগের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

প্রতিবেশীরা জানান, প্রায় শতবছরের কাঠের তৈরী দোতলা টিনসেড ঘরটিতে দুইভাই শাওন নাগ ও সুমন নাগ বসবাস করতেন। আগুনে ঘরের সব জিনিসপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। রবিবার বেলা ৫টায় হঠাৎ রান্নাঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে।
 

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে দিরাই বাসস্ট্যান্ডে সড়কে এলোপাতাড়ি বাস থাকায় ফায়ার সার্ভিসের গাড়িটি আটকে যায়। ভিড় টেলে ঘটনাস্থলে যেতে আমাদের কিছুটা বিলম্ব হয়। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা করা হচ্ছে।
 

আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-৪০