হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ধান গাছ বোঝাই ট্রলির চাপায় প্রাণ হারিয়েছেন মাড়াই মেশিনের শ্রমিক। নিহত আমিনুর মিয়া (৩৫)। রোববার বেলা ২টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের শান্তিপুর নোয়াপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর শিবপাশা গ্রামের মাফু মিয়ার ছেলে।

 


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানগাছ বোঝাই একটি ট্রলি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোড থেকে শান্তিপুরের নোয়াপাড়া গ্রামের সরু রাস্তায় ঢুকছিল। অন্যদিকে আমিনুর ও তার সহযোগীরা বিপরীত দিক থেকে ধানের মাড়াইকলবাহী ঠেলাগাড়ি টেনে বড় রাস্তায় উঠছিলেন। এ সময় ধানগাছ বোঝাই ট্রলিটি মাড়াইকলের ঠেলাগাড়ি টানতে থাকা আমিনুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৩