মেক্সিকোর পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন। নিহতদের মধ্যে ১১ জন নারী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির পশ্চিমাঞ্চলের নায়ারিত অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক ও পুয়ের্তো ভালার্তা অঞ্চলের মধ্যে সংযোগকারী মহাসড়কে গাড়িটি প্রায় ৪৯ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে প্রসিকিউটরের কার্যালয় ও অন্যান্য সরকারি সংস্থার কর্মীরা সেখানে উদ্ধারকাজ শুরু করে।
টুইটারে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৭ জন পুরুষ। আহতদের মধ্যে অন্তত ১১টি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শুরু থেকেই বিভিন্ন ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
সিলেটভিউ২৪.কম/মাহি-৬