গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার কম্প্রেসার রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
এরই মধ্যে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কাশিমপুরের জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামের ওই কারখানার কম্প্রেসার রুমে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার স্টাফসহ অন্তত ১২ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সিলেটভিউ২৪.কম/মাহি-৯