সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির উদ্দিন (৩৫) এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ মে) বিকালে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 


আহত আমির হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার জলশুকা এলাকার আনোয়ার আলীর ছেলে। সে পিরোজপুর এলাকায় রেইনবো কার ওয়াশ এর কর্মী।

জানা যায়, সোমবার বিকালে কার ওয়াশের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন আমির। পরে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

বর্তমানে তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম / নুরুল/ নাজাত