সিলেট জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য প্রয়াত অজিত কুমার দেবের শ্রাদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ নিজ বাসভবনে বৃহস্পতিবার তাঁর ঔর্দ্ধদৈহিক ক্রিয়া সম্পন্ন হবে। অজিত কুমার দেবের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য স্বজন-শুভাকাক্সিক্ষদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, প্রয়াত অজিত কুমার দেবের বিদেহী আত্মার শান্তি কামনায় আগামী রোববার সিলেট নগরীর জামতলাস্থ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দর ধামে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাব এডিটর অমল কৃষ্ণ দেবের বড় ভাই আইনজীবী অজিত কুমার দেব ৪ এপ্রিল রাত ১টা ১২ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫৯