সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদের পা ছুঁয়ে আ‌র্শিবাদ নিয়েছেন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (৩ মে) রাতে সিলেটে বসবাসরত জকিগঞ্জের বাসিন্দাদের সঙ্গে আনোয়ারুজ্জামানের মতবিনিময় সভায় এই দৃশ্যে অবতারণ ঘটে।


আসাদ উদ্দিন আহমেদ ২১ জুন অনুষ্ঠিতাব্য সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আনোয়ারুজ্জামানের সঙ্গে জকিগঞ্জের বাসিন্দাদের মতবিনিময় সভায় উপস্থিত একাধিক নেতৃবৃন্দ জানান, আসাদ উদ্দিন আহমদ  বক্তব্যের এক পর্যায়ে বলেন ‘আমার পরিবারে আমরা চার ভাই। আনোয়ারুজ্জামান আমার পরিবারের আরেকটি ভাই। এখন থেকে আমরা পাঁচ ভাই। আপনারা (সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে) আমাকে আমার সুখে দুঃখে যেভাবে সমর্থন দিয়েছিলেন সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই আপনারা আমার ভাই আনোয়ারজ্জামানকে তার থেকেও বেশি সমর্থন দিয়ে ২১জুন নৌকার মার্কায় বিজয় নিশ্চিত করবেন।’

আসাদ উদ্দিন আহমদের এমন বক্তব্যের মধ্যে হঠাৎ মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর। তিনি আসাদ উদ্দিন আহমদের পা ছুঁয়ে সালাম করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরেন আসাদ উদ্দিন। এতে উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের পাশাপাশি উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন।

ডা. মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসাদ আরও বলেন, ‘আমিও নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামানকে নৌকার মনোনয়ন দিয়েছেন এতে আমার কোন দু:খ নেই। আনোয়ারুজ্জামান আমার ভাই। আমি দলীয় সিদ্ধান্তে অনঢ় থেকে আমার ভাই আনোয়ারুজ্জামানের সাথে থেকে নৌকার বিজয়ে মাঠে থেকে কাজ করে যাব।’

সিলেটভিউ২৪.কম/মাহি