মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকা থেকে দুটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। পরে বুধবার রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
 

জানা যায়, টিলাবাজারের মহব্বত আলীর বাসায় স্থানীয় একজন শিক্ষক পরিবার নিয়ে বাসা ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় শিশুরা খেলা করার সময় দেয়ালের মধ্যে টিকটিকির মতো দুটি প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে হানিফ মিয়া নামে স্থানীয় যুবক এসে এগুলো আটক করে।
 


পরে প্রাণী দুটি তক্ষক নিশ্চিত হওয়ায় পর মৌলভীবাজার বনবিভাগকে খবর দিলে তক্ষক দুটি উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
 

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষক দুটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-৬২