বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার ২০২৩-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সমিতির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মো. মাছনুন হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছহাক মিয়া, সদস্য মো. আব্দুস সামাদ প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কোষাধ্যক্ষ মো. আলতাফ উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ অমল কান্তি ভৌমিক, সদস্য হীরন মোহন বিশ্বাস, খুরশিদা বেগম, রিনা খাতুন, রুফিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, শামীমা আক্তার, শিরিন ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবুল খায়ের ভূঁইয়া।
সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরী।
সভায় সভাপতির বক্তব্যে মো. নাজিম উদ্দিন বলেন, ২০২৩ সালের এককালীন অনুদান, শিক্ষাবৃত্তি, জরুরি চিকিৎসা সাহায্য, কন্যার বিবাহ এবং প্রাকৃতিক দূর্যোগের সাহায্য বাবদ কোন মঞ্জুরি অদ্যাবধি সমিতিতে আসেনি। এ ব্যাপারে মহাসচিব বরাবরে মঞ্জুরি চেয়ে নবগঠিত কমিটি আবেদন করেছেন বলে জানান।
তিনি সমিতির কার্যক্রম পরিচালনায় সকল পর্যায়ের সদস্যগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় সমিতির প্রবীন সদস্য সিরাজ উল্লাহ ও মুজিবুর রহমান চৌধুরী সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আজীবন সদস্য মো. কুতুব উদ্দিন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০২৩ অনুষ্ঠিত নির্বাচনে উপরোক্ত কমিটি নির্বাচিত হন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭০